পর্দা উঠছে এশিয়া কাপের। আজ শনিবার (২৭ আগস্ট) উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে আফগানিস্তান। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হবে ম্যাচটি।
উপমহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ের ১৫তম আসরটি বসার কথা ছিল শ্রীলঙ্কায়। তবে রাজনৈতিক অস্থিরতার কারণে ভেন্যু বদল করে নেয়া হয় সংযুক্ত আরব আমিরাতে। এবারের আসরে দু’টি গ্রুপে অংশ নিচ্ছে ৬টি দল। দুই গ্রুপ থেকে চারটি দল নিয়ে শুরু হবে রাউন্ড রবিন লিগ। সেখান থেকে শীর্ষ দুই দল প্রতিদ্বন্দ্বিতা করবে শিরোপা নির্ধারণী ম্যাচে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS