ভৌগলিক অবস্থান:
৫নং বানা ইউনিয়ন পরিষদ ঢাকা বিভাগের ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার অন্তর্গত একটি ইউনিয়ন। এর উত্তরে পাঁচুড়িয়া ও গুনবহা ইউনিয়ন, পশ্চিমে মধূমতী নদী ও মাগুরা জেলার মোহাম্মাদপুর উপজেলা, দক্ষিনে মধূমতী নদী ও নড়াইল জেলার লোহাগাড়া উপজেলা, পূর্বে বুড়াইচ ইউনিয়ন ।
১. নামঃ ৫নং বানা ইউনিয়ন পরিষদ
২. আয়তনঃ
৩. লোকসংখ্যাঃ
৪. গ্রামের সংখ্যাঃ
৫. মৌজার সংখ্যাঃ
৬. হাট/বাজার সংখ্যাঃ ৪ টি (হাট-১ টি/ বাজার- ০৩ টি)
৭. উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যমঃ সিএনজি/রিক্সা/ভ্যান/ মোটরজান ইত্যাদি।
৮. শিক্ষার হারঃ
সরকারী প্রাথমিক বিদ্যালয়ঃ
বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়ঃ
উচ্চ বিদ্যালয়ঃ
মাদ্রাসাঃ
৯. দায়িত্বরত চেয়ারম্যানঃ জনাব মোঃ হারুন অর রশিদ শরিফ।
১০. গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানঃ
১১ ঐতিহাসিক/পর্যটন স্থানঃ নাই ।
১২. ইউপি ভবন স্থাপন কালঃ
১৩. নব গঠিত পরিষদের বিবরণঃ
১. শপথ গ্রহনের তারিখঃ চেয়ারম্যান-
২. প্রথম সভার তারিখঃ
১৪. ওয়ার্ড ও গ্রাম সমূহের নামঃ
ওয়ার্ড | গ্রাম |
১ | উত্তর শিরগ্রাম, দক্ষিন শিরগ্রাম |
২ | গরানিয়া |
৩ | উথলী, কোনাগ্রাম, আউশেরহাট |
৪ | আড়পাড়া |
৫ | টোনারচর, আটকবানা, আরাজীরুদ্রবানা, আরাজীবানা |
৬ | টোনাপাড়া, টাবনী, কঠুরাকান্দী |
৭ | রুদ্রবানা |
৮ | পন্ডিতের বানা, দীঘল বানা |
৯ | বেলবানা |
১৫. ইউনিয়ন পরিষদ জনবলঃ
১. নির্বাচিত পরিষদ সদস্যঃ ১৩ জন ।
২. ইউনিয়ন পরিষদ সচিবঃ ১ জন।
৩. গ্রাম পুলিশঃ ৮ জন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS