Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
Online Application
Details

এতদ্দ্বারা আলফাডাঙ্গা উপজেলার জনসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,আলফাডাঙ্গা  উপজেলার বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা পাওয়ার যোগ্য ব্যক্তিদের জন্য আজ হতে অনলাইনে আবেদন শুরু হয়েছে, চলবে ১০ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি. পর্যন্ত। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, যে কোন কম্পিউটারের দোকান এমনকি যে কোন স্মার্ট ফোন হতে https://mis.bhata.gov.bd/onlineApplication এই লিংকে প্রবেশ করে ভাতার জন্য আবেদন করা যাবে। উল্লেখ্য, যারা ইতোমধ্যে ভাতা পাচ্ছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই। আবেদন করতে যা যা লাগবে- বয়স্ক ভাতা- ১. এনআইডি কার্ড (বয়স: পুরুষ-৬৫ বছর, যাদের জন্ম ০১/০৬/১৯৫৮ বা তার পূর্বে এবং মহিলা-৬২ বছর, যাদের জন্ম ০১/০৬/১৯৬১ বা তার পূর্বে ) ২. সক্রিয় মোবাইল নাম্বার বিকাশ । প্রতিবন্ধী ভাতা- ১. এনআইডি কার্ড অথবা জন্মনিবন্ধন কার্ড ২. উপজেলা সমাজসেবা কার্যালয় হতে প্রদত্ত সুবর্ণ নাগরিক পরিচয়পত্র। বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা- ১. এনআইডি কার্ড ২. স্বামীর মৃত্যু সনদ ইউনিয়ন পরিষদ হতে প্রদত্ত। জনস্বার্থে বিষয়টি ব্যাপকভাবে প্রচার এবং অনলাইন আবেদন করার ক্ষেত্রে সর্বসাধারণ কে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হলো।

Attachments
Publish Date
30/08/2023
Archieve Date
30/09/2023